img

বলিউডের পর্দায় সানি লিওনকে নিয়ে মাতামাতি খুব একটা কম হয়নি।  শুরু থেকেই আবেদনময়ী রূপে পর্দা মাতিয়ে আসছেন তিনি।  বিভিন্ন সময়ে কাজ করেছেন আইটেম গানে।  সিনেমার নায়িকা হিসেবেও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।  তার কাজে দর্শকদের নিরাশ করেননি কখনও।

তবে বেশ কিছুদিন ধরেই মিডিয়ার ধরা ছোঁয়ার বাইরে ছিলেন সানি।  অবশেষে নিজের অনুপস্থিতির কারণটি জনসম্মুখে তুলে ধরলেন বলিউডের ৩৬ বছর বয়সী এই তারকা।

প্রথমবারের মতো দুটি যমজ সন্তানের মা হলেন সানি।  জিসম-২ এর অভিনেত্রী এতদিন তার গর্ভধারণের বিষয়টি গোপন রাখেন।  সোমবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে স্বামী ড্যানিয়েল ওয়েবারসহ তিন সন্তানকে নিয়ে একটি ছবি শেয়ার করেন তিনি।

ছবির ক্যাপশনে তিনি লিখেন, 'তিন সন্তান নিয়ে আমাদের পরিবার এখন সম্পূর্ণ হলো।'

ইতোমধ্যেই যমজ সন্তান দুটির নাম রাখা হয়েছে নোয়াহ কর ওয়েবার ও আশের কর ওয়েবার।  এর আগে, গত  বছর এই দম্পতি ভারতের মহারাষ্ট্রের লাতুর শহর থেকে এক মেয়ে শিশুকে দত্তক নেন।  স্বামীর নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয় নিশা কর ওয়েবার।

এই বিভাগের আরও খবর